Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে কুতুবপুর ইউনিয়ন

একনজরে কুতুবপুর ইউনিয়ন

রংপুর জেলার বদরগঞ্জউপজেলার মধ্যে কুতুবপুর ইউনিয়নটি অবস্থিত।রংপুর শহর থেকে ২৯ কি:মি: দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং বদরগঞ্জ উপজেলা থেকে ৬ কি:মি: পূবে।বদরগঞ্জ হতে রংপুর যাইতে যমুনেশ্বরী সেতু পেরিয়ে ৫০০গজ পূবে নাটারাম স্কুল এর সামনে।বদরগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়ন এবং শ্যামপুর সুগার মিলস লি: এর ১৩ কি:মি:পশ্চিমে দিক্ষনে অবস্থিত।ইউনিয়নটির ১থেকে ৯নং ওয়ার্ডের পাশ দিয়ে ২৫ কি:মি:পর্যন্ত যমুনেশ্বরী নদী প্রবাহিত হয়।ইউনিয়ন পরিষদ হতে ৪ কি:মি: উত্তরে বদরগঞ্জ উপজেলার ১১নং মধুপুর ইউনিয়ন অবস্থিত।এই ইউনিয়নের অধিক মানুষই কৃষিজীবি ।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর,ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে একটি সু-নিমজ্জিত পুকুর আছে আরো আছে যে,প্রাথমিক বিদ্যালয়সহ পাশেই পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র এবং ইউ.পি ভবনের পেছনে ভূমি অফিস।

  • ইউনিয়নটির মোট আয়তন : ১৬.০৫ বর্গমাইল।
  • ইউনিয়ন পরিষদ ভবনটি মোট : ০.৯৯ একর জমির মধ্যে অবস্থিত।
  • মোট জনসংখ্যা :২৬০৯৪ জন।
  • পুরুষ :১৩৪৯২ জন।
  • নারী  :১২৬০২ জন।
  • মৌজার সংখ্যা:০৬টি।
  • পাড়ার সংখ্যা:১০৬ টি।
  • খানার সংখ্যা:৭২০০ টি।
  • শিক্ষার হার:৮০%
  • কর আদায় হার:৬০%
  • ইউনিয়ন পরিষদ ভবন: ০২(দুই)টি।
  • পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র:০১টি।
  • কমিউনিটি ক্লিনিক :০৩(তিন)টি।
  • ডাকঘর:০২টি।
  • বীর প্রতিক:০১(এক)জন।
  • মুক্তিযোদ্ধা:০৮(আট)জন।
  • আবাদী জমির পরিমান:১১১৫৫৬ একর।
  • পতিত জমির পরিমান:৫০০ একর।
  • প্রধান ফসল:ধান,পাট,আলু।
  • প্রাথমিক বিদ্যালয়:০৮(আট)টি।
  • বে-সরকারী বিদ্যালয়: ৬ টি।
  • মাধ্যমিক বিদ্যালয়:০৪ টি।
  • মাদ্রাসা: ৬ টি।
  • মসজিদ:৭৬(ছিয়াত্তর)টি।
  • মন্দির: ০২(দুই)টি।
  • শ্বশান:০৩(তিন)টি।
  • হাটবাজার: ৫ টি।
  • ভিজিডি কার্ড:২৪০ জন।
  • প্রতিবন্ধী ভাতা:৫৩ জন।
  • মাতৃত্বকাল ভাতা:২৮ জন।
  • বয়স্ক ভাতা:৫৪৮ জন।
  • বিধবা ও স্বামী পরিত্যাক্তা:২৩২ জন।