একনজরে কুতুবপুর ইউনিয়ন
রংপুর জেলার বদরগঞ্জউপজেলার মধ্যে কুতুবপুর ইউনিয়নটি অবস্থিত।রংপুর শহর থেকে ২৯ কি:মি: দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং বদরগঞ্জ উপজেলা থেকে ৬ কি:মি: পূবে।বদরগঞ্জ হতে রংপুর যাইতে যমুনেশ্বরী সেতু পেরিয়ে ৫০০গজ পূবে নাটারাম স্কুল এর সামনে।বদরগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়ন এবং শ্যামপুর সুগার মিলস লি: এর ১৩ কি:মি:পশ্চিমে দিক্ষনে অবস্থিত।ইউনিয়নটির ১থেকে ৯নং ওয়ার্ডের পাশ দিয়ে ২৫ কি:মি:পর্যন্ত যমুনেশ্বরী নদী প্রবাহিত হয়।ইউনিয়ন পরিষদ হতে ৪ কি:মি: উত্তরে বদরগঞ্জ উপজেলার ১১নং মধুপুর ইউনিয়ন অবস্থিত।এই ইউনিয়নের অধিক মানুষই কৃষিজীবি ।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর,ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে একটি সু-নিমজ্জিত পুকুর আছে আরো আছে যে,প্রাথমিক বিদ্যালয়সহ পাশেই পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র এবং ইউ.পি ভবনের পেছনে ভূমি অফিস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS