কুতুব বাবার মাজারঃ হযরত কতুব শাহ (রা:) ধর্ম প্রচার করতে এসে এই স্থানে বসে ইবাদত বন্দিগি করতেন। সেই স্থানটি আজো সযত্নে রক্ষিত। স্থানটি মাজার শরীফ হিসাবে অনেকের নিকট বিবেচিত হলেও আসলে এটি খানকাহ শরীফ। হযরত কুতুব শাহ এর জন্মভূমি কোথায় এবং কবে তিনি এই এলাকায় এসে ধর্মপ্রচার করেছেন তা আজো অজানা। তিনি এক স্থানে বসে ধর্ম প্রচার করেননি তার ধর্ম প্রচারের পদ্ধতি ছিল কলন্দর পীরদের মতো অত্যাৎ যাযাবরের মতো। তার নামানুসারে অত্র ইউনিয়নের নামকরন করা হয় কুতুবপুর ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস